
আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর):
আসন্ন ২৮ জুন ২০২৫ তারিখে রায়পুরে বণিক সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী সমাজে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ নির্বাচনে পাঠাগার ও লাইব্রেরী বিষয়ক পদে প্রার্থী হয়েছেন রায়পুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কবির পাটোয়ারী।
দীর্ঘ প্রতীক্ষার পর রায়পুর বাজার বণিক সমিতি নির্বাচন-২০২৫ আয়োজনের মধ্য দিয়ে বাজার জুড়ে ফিরে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য। সোমবার (২৬ মে) বিকেলে রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলামের কাছে ১৬ পদে ৫৬ প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন । ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে আগামী ২৮ জুন শনিবার।
রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম জানান, বণিক সমিতির সভাপতি পদে ৪জন, সিনিয়র সহ-সভাপতি পদে ৫ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সহসাধারণ সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩জন, দপ্তর সম্পাদক পদে ৩জন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪জন, যোগাযোগ ও প্রচার সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ৪জন, সমাজসেবা ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে ৩জন, পাঠাগার ও লাইব্রেরি সম্পাদক পদে ৩জন, ৪টি সদস্য পদে ১২জনসহ ১৬টি পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। মোট ১,৬২৫ জন ট্রেড লাইসেন্সধারী ভোটার প্রত্যক্ষ ভোটে তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচনের তাদের নেতা নির্বাচন করবেন।
এই সময় উপস্থিত ছিলেন মোঃ কামরুল আল মামুন বিশিষ্ট সমাজসেবক। মোহাম্মদ আজাদ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী। মোহাম্মদ হারুনুর রশিদ বিশিষ্ট ব্যবসায়ী। মোঃ রাশেদ কাজী বিশিষ্ট ব্যবসায়ী। মহিম পাটোয়ারী, মামুন পাটোয়ারি ,আব্দুল মতিন পাটোয়ারী, জামাল হোসেন ভুট্টো, ডাক্তার মোহাম্মদ ইউসুফ,মোহাম্মদ নূর হোসেন মিয়াজি, আরো বহু বাজারের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।