বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে কর্মচারীদের জন্য ‘বায়োমেট্রেকি হাজিরা করনীয় ও ব্যবহারবিধি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে, ২০২৫) সকালে কাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এ সময় তিনি বলেন, বেরোবিকে মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হলে সুশৃঙ্খলাবোধ ও পেশাদারিত্বকে গুরুত্ব দিতে হবে। উপাচার্য বলেন, একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে সময়ানুবর্তিতা চর্চা জরুরি। এজন্য সকল বিভাগ ও দপ্তরে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালু করা হয়েছে। তিনি বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা বিদ্যাপীঠে পরিণত করা সম্ভব।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখনে রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss