আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর)
আসন্ন ২৮ জুন ২০২৫ তারিখে রায়পুরে বণিক সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী সমাজে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন রায়পুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পরিচিত মুখ, সফল উদ্যোক্তা ও সমাজসেবক ছাব্বির আহমেদ মিয়াজী।
তিনি মেসার্স জাহানারা শপিংমল এন্ড গিফট কর্নারের প্রতিষ্ঠাতা পরিচালক এবং সভাপতি এমদাদ মিয়াজী সড়ক , দাতা সদস্য রায়পুর মার্চেন্টস একাডেমী। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, আল্লাহ যদি চায় আমি যদি নির্বাচিত হই আমি আপনাদের জন্য কাজ করব , আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদেরকে দোয়া করি। তিনি আরো বলেন ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অবহেলিত , ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা সংগঠনের কার্যক্রমকে ডিজিটাল রূপান্তর, সদস্যদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করাই আমার মূল লক্ষ্য।
উল্লেখ্য থাকে যে রায়পুর বাজার বণিক সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী সহ বিভিন্ন মহলে চলছে আলোচনা, আগামী দিনে বাজার বণিক সমিতির নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে আগ্রহের কমতি নেই কোথাও। সকল মহলেই চলছে আলোচনা সমালোচনা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss