সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে জাগ্রতকণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ এর আয়োজনে (২৬মে) সোমবার বেলা সাতগাঁও শাহাপুর উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লুৎফুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন সাহাবুল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম । মডারেটস হিসেবে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মো, সহিদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুকিত,জাগ্রতকণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন রুমি, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল জব্বার, শিক্ষানবিশ আইনজীবী আব্দুর রুপ।
এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক জামরুল ইসলাম,আব্দুস সহীদ,হাসিবা , রনজিত কুমার চক্রবর্তী,রুহুল আমিন, শেখ মার্জিনা,আতিকুর রহমান, বাবুল আক্তার, মোহাম্মদ সোনা মিয়া,সিহাব আমিন,জুটন চন্দ্র পাল,সাংবাদিক মাওলানা শফিউল আলম, সাংবাদিক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ প্রমূখ।
বিতর্কের বিষয় ছিলো ৩টি ২টি সনাতনী বিতর্ক ১/ঘুষ আমাদের দেশের কোন অঙ্গনেই চলে না, ২/পাঠ্য বইয়ের শিক্ষা ব্যতীত শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয়, সংসদীয় বিতর্ক ৩/রক্তচক্ষু ফাঁসির রজ্জু দেখিয়ে সাধারণের ভোট হরন, এ বাক্য যারা প্রয়োগ করেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
এসময় বিতর্কে অংশগ্রহন করে সাতগাঁও উচ্চ বিদ্যালয়,আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়,মজিদ উল্লাহ উচ্চ বিদ্যালয়,শক্তিয়ার খলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।বিজয়ী দল আনোয়ার পুর, সাতগাঁও উচ্চ বিদ্যালয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss