
টাংগাইল জেলা রিপোর্টার, মোঃ রাকিব হাসান
ইদুল আযাহা কে উপেক্ষা করে ব্যবসায়ীরা ইন্ডিয়ান গরু প্রবেশ করিয়েছে দেশি বাজারে। এতে করে বড় ক্ষতির সম্মুখীন হতে পারে আমাদের দেশের খামার ব্যবসায়ীরা।
আমাদের দেশের খামার ব্যবসায়ীরা সারা বছর যাবত গরু মোটাতাজা এবং বেশি মাংস উৎপাদনের জন্য অনেক পরিশ্রম এবং অনেক টাকা গরুর পিছনে ব্যয় করেছে কিছু লাভের আশায়। কিন্তু ইন্ডিয়া থেকে যে ভাবে গরু প্রবেশ করছে দেশীয় বাজারে এতে করে মনে হয় আমাদের দেশের খামার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে। এবং তাদের ন্যায্য মূল্য পাবেনা।
আমাদের দেশে বর্তমানে গো-খাদ্য অনেক ব্যয়বহুল তবুও খামারিরা গরুকে মোটাতাজাকরণের জন্য গরুর পেছনে অনেক টাকা ব্যয় করে কিছু লাভের আশায়। ইন্ডিয়া থেকে এভাবে গরু প্রবেশ করচ্ছে সাধারণত কিছু দালাল চক্র। এই দালাল চক্ররা আমাদের মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আযাহা কে উপেক্ষা করে আমাদের দেশে গরু প্রবেশ করা এবং তারা লাভবান হয়।
আর আমাদের দেশের খামারিরা এবং সাধারণ মানুষ ক্ষতির সম্মুখীন হয়। এ ব্যাপারে আমাদের দেশের সরকারকে এ বিষয়ে দৃষ্টি রাখা উচিত।