পাইকগাছা প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:
পাইকগাছা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও চাঁদখালী ইউনিয়নের ৪/৫/৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুপার বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন করেছে।
শুক্রবার দুপুরে প্রেসক্লাব পাইকগাছা এ উপস্থিত হয়ে এলাকাবাসীর পক্ষে কালাম গাজী লিখিত বক্তব্য বলেন, ধাইরাইল/কাওয়ালী এলাকায় সরকার বাহাদুর কর্তৃক ২০২৪-২৫ অর্থ বছরের ইউনিয়ন পরিষদ থেকে ১% এর একটি রাস্তার বরাদ্দ পাওয়া যায়। রাস্তাটির কাজের প্রাথমিক মূল্য ধরা এক লক্ষ পাঁচ হাজার টাকা। রাস্তাটি ২৩৬ ফুট দৈর্ঘ্য ও চওড়া ৫ ফুট হওয়ার কথা থাকে। রাস্তার কাজটি করার দায়িত্ব পায় ধামরাইল ৪/৫/৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফাতেমা তুজ জোহরা (রুপা)।
এমতাবস্থায়, রাস্তার কাজ শুরু করার পূর্বে মহিলা মেম্বার রুপা এলাকাবাসীর কাছে রাস্তার পাশে মাটি দেওয়ার জন্য চাঁদা দাবী করেন। এসময়ে এলাকার উন্নয়নের স্বার্থে চাঁদা দেওয়ার সিদ্ধান্ত করে এলাকাবাসী। পরবর্তীতে এই টাকাগুলো মেম্মার রুপা ও তাহার স্বামী নিষিদ্ধ যুবলীগ নেতা আশরাফুল ইসলাম সবুজ মিলে এলাকাবাসী কাছ থেকে ৫০/১০০/২০০ এবং এভাবে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত চাঁদা কালেকশন করেছে। যাহার সমস্ত ডকুমেন্ট এলাকাবাসীর কাছে সংরক্ষিত থাকে।
পরবর্তীতে এলাকাবাসী জানতে পারে এ রাস্তার মাটির কাজের জন্য সরকারিভাবে ১৯ হাজারেরও বেশি টাকা বাজেট আছে। এ ঘটনা জানার পর এলাকাবাসী সম্মিলিতভাবে মহিলা মেম্বার রুপার কাছে যাই এবং তাদের কাছ থেকে অবৈধভাবে রাস্তার নাম করে চাঁদা আদায়ের বিষয়টি জানতে চাই। এসময়ে রুপা মেম্বার রাস্তার মাটির কাজের জন্য সরকারিভাবে কোনো অর্থ বরাদ্দ নাই বলে জানিয়ে দেয় ও এলাকাবাসীর উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ ও হুমকি ধামকি প্রদান করে। এ ঘটনার পরবর্তীতে ১৬/৫/২০২৫ তারিখ সন্ধ্যার সময় মেম্বার রুপা ও তাহার স্বামী সবুজ সহ আওয়ালীগের লোকজন নিয়ে কালাম গাজীর দোকানে যেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রতিবন্ধী ছেলে ফিরোজকে মারতে যায়।
কালাম গাজী আরো বলেন, মেম্বার রুপা চলমান বছরের ইং- ১৭/৫ তারিখ টিআর এর বরাদ্দকৃত ড্রেন নির্মাণের কাজের ইট, কাজ করার পূর্বে গাইড ওয়াল ভেঙে সেখান থেকে আড়াই হাজার ইট স্থানীয় আমিরুল মোল্লার কাছে বিক্রয় করে। এছাড়াও অধিকাংশ মানুষের কাছ থেকে ভিজিডি কার্ড, পানির টাংকি,গর্ভবতী কার্ড,টিসিবি কার্ড ও রেশন কার্ড করে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
তিনি আরো বলেন, রুপা মেম্বার পাইকগাছা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা কমিটির সদস্য এবং ৪ই আগষ্ট ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আওয়ামীলীগ অফিসের সামনে নেতা কর্মীদের সাথে অংশ গ্রহণ করেছেন।
একারণে এলাকাবাসীর পক্ষে কালাম গাজী সংবাদ সম্মেলনের মাধ্যমে রুপা মেম্বারের এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss