
আরিফ হোসেন রুদ্র
লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়হান হোসেন সুজন (২৩) নামে কুয়েত প্রবাসী এক যুবক নিহত হয়েছেন। নিহত রায়হান রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২২ মে) রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের সিংহের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে রায়হান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে চাঁদপুরে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।