এম. শাহাবুদ্দিন রাজশাহী
রাজশাহীর মোহনপুর থানাধীন জাহানাবাদ ইউপির ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীরসহ কয়েকজনের জমি নিয়ে বিরোধ মিমাংসার সময় সন্দেহ জনকভাবে ঘোরাঘুরি করায় ৪ জনকে আটক করে স্থানীয় জনতা। এসময় ২ জনের মধ্যে একজনের স্কুল ব্যাগে ককটেল পাওয়া গেছে। অন্যান্যদের কাছে পাওয়া গেছে দেশিয় অ স্ত্র।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃতদের থানায় নিয়ে আসেন।
মোহনপুর থানা কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, দুই জনের মধ্যে একজনের স্কুল ব্যাগে ক ক টে ল পাওয়া গেছে। ব্যাগে কি পরিমান ককটেল আছে তা বো ম ডি স্পো জা ল ইউনিট আসলে বলা যাবে। বো ম ডি স্পো জা ল ইউনিটকে খবর দেওয়া হয়েছে অল্প কিছুক্ষনের মধ্যে তারা থানায় আসবে।
যাদের কাছ থেকে ককটেল পাওয়া গেছে তাদের পরিচয় নিশ্চিত করেছেন পুলিশ। একজন মোহনপুর উপজেলার মৌগাছি ইউপির চাদপুর ল পাড়া গ্রামের কামাল হোসেন এর ছেলে আলিফ হোসেন (১৯), অন্যজন পবা আরএমপি থানাধীন নওহাটা শ্রীপুর গ্রামের বেলাল হোসেন এর ছেলে মারুফ মোর্তজা (২৭)। অন্যান্যদের নাম এখনো জানা যায়নি।
ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss