এম. শাহাবুদ্দিন, রাজশাহী:
বাংলাদেশকে শুকিয়ে মারার ভারতীয় চক্রান্ত রুখে দাঁড়ান।পদ্মা সহ ৫৪ টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় কর। ১৯৯৭ সালের জাতিসংঘ পানি প্রবাহ সনদে অনুস্বাক্ষর কর।গ্যারান্টিক্লজ যুক্ত করে নতুন গঙ্গা পানি বন্টন চুক্তির উদ্যোগ নাও।
এমন সব দাবী নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ রাজশাহী জেলা।
বুধবার বিকেল ৫টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধনে বক্তারা বলেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চের ৪৯ তম বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত ভারতের নদী আগ্রাসন নীতির কোন আগ্রগতি হয়নি। ভারত বাংলাদেশের পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধ তৈরি করে বাংলাদেশের ৪৪ টি অভিন্ন নদী বিলুপ্তির পথে। ১৯৭৬ সালে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারতের নদী আগ্রাসন নীতির বিরুদ্ধে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ডাক দেন,মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী এক অনন্য সংগ্রামী নেতা,ভারত আন্তর্জাতিক নদী-নীতি অমান্য করে,বাংলাদেশের নদী গুলোতে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে।
ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।মানববন্ধনে উপস্থিত ছিলেন
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ।
সমাজতান্ত্রিক দল বাসদ রাজশাহী জেলার সদস্য সচিব শামসুল আবেদীন ডন।সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক মাহফুজ আহমেদ।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটি
সদস্য কমরেড নব কুমার কর্মকার প্রমূখ্য।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss