নাগরপুর উপজেলা পরিষদ চত্বর ধূমপান মুক্ত এলাকা ঘোষণা – dainikprothombarta    
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভার আশুলিয়া সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মান্দায় আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা। দোয়ারাবাজারে সুনামগঞ্জের ডিসির বক্তব্য নিয়ে আপত্তি তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর বিএনপির প্রার্থী নির্বাচনী প্রচারণা বিভিন্ন ইউনিয়নে  নওগাঁর মান্দায় দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ঘাটাইলে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত পুলিশের বিরুদ্ধে আদালতের সমন গায়েব করে গ্রেপ্তারের অভিযোগ মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত মাগুরা মহম্মদপুর পলাশবাড়ী ইউনিয়ন এর ঔতিহ্য ও কৃতি সন্তান, এ আর সাইফুল ইসলাম । সংস্কারের নামে বছরের পর বছর খোঁড়া রাস্তা ধুনটে ঠিকাদার লাপাত্তা, মানববন্ধনে ক্ষুব্ধ এলাকাবাসী

নাগরপুর উপজেলা পরিষদ চত্বর ধূমপান মুক্ত এলাকা ঘোষণা

  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৬ Time View

হোসাইন মৃদুল,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ চত্বরকে সম্পূর্ণ ধূমপান মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে এলাকাবাসী ও অফিসগামী মানুষদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে।

ধূমপানমুক্ত পরিবেশ গড়ার অংশ হিসেবে পরিষদ চত্বর ও এর আশপাশের বিভিন্ন অফিস কার্যালয়ের সামনে ব্যানার ও ফেস্টুন টানিয়ে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। “ধূমপান নয়, সুস্থ থাকুন” ও “ধূমপানমুক্ত এলাকা – দয়া করে ধূমপান থেকে বিরত থাকুন”— এমন বার্তা লেখা রয়েছে এসব ব্যানারে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, “ধূমপান একটি নিরব ঘাতক। পরিষদ চত্বরে ধূমপান নিষিদ্ধ করার মাধ্যমে আমরা একটি সচেতন বার্তা দিতে চেয়েছি— জনসমক্ষে ধূমপান কখনোই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন, “উপজেলা পরিষদ একটি জনসমাগমপূর্ণ স্থান। এখানে প্রতিদিন নানা শ্রেণি-পেশার মানুষ আসেন। ধূমপানের কারণে শুধু ধূমপায়ীরাই নয়, আশপাশের মানুষও ক্ষতিগ্রস্ত হন। তাই জনস্বার্থে পরিষদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা শুধু নিষেধ করেই থেমে থাকবো না, প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। সেই সঙ্গে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ২০০৫ সালের “তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন”-এ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এই আইন অনুযায়ী জনসমক্ষে ধূমপান করলে আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে, যা জনস্বাস্থ্যের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102