
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
অবশেষে জোড়গাছ হাটের ডাক হলো। আজ ১৯ তারিখ সোমবার বিকাল ৪টার সময় চিলমারী উপজেলা কম্পেস্কে এটি ডাক অনুষ্ঠিত হয়।এসময় সর্বোচ্চ দাম ডাকেন জনাব আবু রায়হান ফারুকী, কুড়িগ্রাম জেলা জামায়াতে আমির, খলিলগন্জ, কুড়িগ্রাম সদর।
দরপত্র ১,৫০,২০,০০০৳(এক কোটি পঞ্চাশ লক্ষ বিশ হাজার টাকা মাত্র), এর সাথে ৩০% ভ্যাট ৪৫,৬,০০০৳(পঁয়তাল্লিশ লক্ষ ছয় হাজার টাকা মাত্র)।
এর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুইট জোরগাছ। দরপত্র ১,২৭,০০০০০ট (এক কোটি সাতাই লক্ষ টাকা মাত্র)। চিলমারী উপজেলার নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে এই ডাক সম্পন্ন হয়।