টাংগাইল জেলা রিপোর্টার, মো:রাকিব হাসান
বোরো - পতিত - রোপা আমন শস্য বিন্যাসে সরিষা অন্তর্ভুক্তিকরনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ কার্যক্রমের আওতাধীন বোরো ধানের ফসল কর্তন ও মাঠ দিবস শনিবার (১৭ মে) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দী ইউনিয়নের মুশুদ্দী পূর্ব পাড়ায় অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউট আঞ্চলিক কার্যলয়, গোপালগঞ্জ এর প্রধান এবং চীফ সাইন্টিফিক অফিসার ড. আমিনা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউট আঞ্চলিক কার্যালয়, ধনবাড়ী এর প্রধান এবং সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মসউদ ইকবাল ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাইস ফার্মিং সিস্টেমস বিভাগ, গাজীপুর এর সিনিয়র সাইন্টিফিক অফিসার এবিএম জামিউল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান । সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ এবং ওয়াহিদুল ইসলাম ।
মুশুদ্দী পূর্ব পাড়ার কৃষক মোঃ ইসমাইল হোসেন (লেবু) ৪০ শতাংশ জমিতে বোরো জাত ব্রি ধান ১০৮ চাষ করে বিঘাতে শুকনো ২৬ মণ হারে ফলন হয়েছে । এই ধানের চাউল মাঝারি লম্বা ও চিকন যা জিরার চাউলের অনুরূপ এবং ভাত ঝরঝরে সাদা রং এর ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss