
আরিফ হোসেন রুদ্র :
রায়পুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সহকারী পুলিশ সুপার (এসপি) সার্কেল জামিলুল হক । শুক্রবার ১৬ মে রাত ৯ টায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভার আয়োজন করেন রায়পুর থানার কর্মকর্তা ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন তদন্ত কর্মকর্তা আব্দুল মান্নান।
বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের শৃঙ্খলামূলক আচরণের অঙ্গীকার ব্যক্ত করেন। এসপি সার্কেল বলেন মাদক, কিশোর গ্যাংয়ের উৎপাত, যানজট ও উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমে গণমাধ্যমকর্মী সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভার সভাপতি ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আপনাদের সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য । এ সময় আপনারা আপনাদের পরিবারদেরকে সময় দিতেন। যাইহোক আপনাদের সবার আলোচনা থেকে আমরা প্রতিয়মান হয়েছি যে ধর্ষণ হত্যা,বলৎকার, চুরি ডাকাতির মত কোন ঘটনা ঘটে থাকলে আমাদেরকে ইনফর্ম করবেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।
এই সময় আরো উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম মিন্টু, সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ। প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার ঢালি, সাধারণ সম্পাদক এম আর সুমন। রিপোর্টাস ইউনিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ প্রায় ৫০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার।