টাংগাইল জেলা রিপোর্টার, মো: রাকিব হাসান
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৫ মে) সকাল দশটায় উপজেলা পরিষদের হলরুমে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এবং ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান এর সঞ্চালনায় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ ধনবাড়ী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন । তিনি বলেন, " মাদকের বিরুদ্ধে ধনবাড়ী থানায় অতীতের যে কোন সময়ের তুলনায় মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে । পুলিশের তিনটা টহল টীম রাতভর ধনবাড়ী উপজেলাব্যাপী ঘুরে বেড়াচ্ছে। কোরবানি ঈদে গরুর ট্রাকসহ অন্যান্য যান চলাচল বৃদ্ধি পাবে, তাই ধনবাড়ী থানা পুলিশ সবসময় এ ব্যাপারে সতর্ক থাকবে ।
মটোরসাইকেল নিয়ন্ত্রণে মাঝে মধ্যেই কাগজ পত্র চেকিং করা হয়েছে "। ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) মাসিক আইন শৃঙ্খলা সভায় গত এপ্রিল মাসের ধনবাড়ী উপজেলার আইন শৃঙ্খলা উন্নতিতে গৃহীত সিদ্ধান্ত গুলোর বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চান । তিনি বলেন," ধনবাড়ীতে নতুন করে কিশোর গ্যাং এবং ইভটিজিং বৃদ্ধি পেয়েছে । মোটরসাইকেলে বিকট শব্দে উঠতি বয়সের তরুণরা রাস্তায় এমন ভাবে চলাফেরা করছে যা জনমনে আতংক সৃষ্টি করছে । আসন্ন কোরবানি ঈদে মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য বাসস্ট্যান্ড এবং কেন্দুয়া রোডের যানজট নিরসন করতে হবে । আর্থিক প্রতিষ্ঠান সহ গরুর হাটে নিরাপত্তা বৃদ্ধি করা জরুরি ।
শব্দ দূষণ নিয়ন্ত্রণ রাখতে নির্দিষ্ট সময়ে মাইক ব্যবহার করা দরকার । মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং বাল্যবিবাহ রোধের জন্য প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদী "। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ সভায় উপস্থিত সকলের অভিমত শুনেন এবং আলোচনার ভিত্তিতে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss