টাংগাইল জেলা রিপোর্টার, মো: রাকিব হাসান
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় রবিবার (১১ এপ্রিল) বিকেল ০৩ টায় গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে রনলা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে বিস্ফোরণ কাব্য গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রনলার সভাপতি জনাব আব্দুছ ছাত্তার পলাশী সাহেবের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক জেলা সভাপতি বিএমজিটিএ, সহ.অধ্যাপক কে.এম.শামীম সাহেবের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আব্দুছ ছাত্তার পলাশী। মোড়ক উম্মোচণ অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ আসাদুজ্জামান,প্রকল্প পরিচালক ড.বদরুল হক শাহীন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব,শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, আবুল কাশেম মো.খলিল,অবসরপ্রাপ্ত অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান আলী ভিপি,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.জোবায়রুল হক আমিন,বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি খালেক মাহমুদ,ইমাম পরিষদ গোপালপুর উপজেলা সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.মিনহাজ উদ্দিন, বিএমজিটিএ উপজেলা সভাপতি, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ.অধ্যাপক অটল শরীয়ত উল্লাহ,জাসাস ও ফারিয়ার উপজেলা সভাপতি,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো.শাহানুর আহম্মেদ সোহাগ,মানবাধিকার পরিষদ উপজেলা সভাপতি মো. আজমল খান,বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী,সুজনের উপজেলা সম্পাদক মো.মাহবুব রেজা সরকার আতিক , বিএমজিটিএ উপজেলা সম্পাদক আশরাফ আলী প্রমূখ।
প্রবন্ধ পাঠ করেন রনলা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক মো.ইদ্রিছ আলী। অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন: মো: ইদ্রিছ হোসেন, বিশ্বজিৎ চক্রবর্তী, মোসাঃ ফেরদৌসী বেগম, আঃ জলিল,সজিব আনোয়ার, সার্বিক সহযোগিতায় ছিলেন রনলা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ ও বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি কবি ও ঔপন্যাসিক মো.মুক্তার হোসেন, মানবাধিকার সভাপতি গোপালপুর, মো.আজমল খান, ডাঃ ওয়াহেদ আলী, মো.জাকির হোসেন,পরিতোষ পাল,শিবু চন্দ্র গৌড়। আমন্ত্রিত অতিথিদেরকে রনলার পক্ষ থেকে উত্তরীয় , বিস্ফোরণ কাব্যগ্রন্থ এবং রজনীগন্ধার স্টিক উপহার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss