
টাংগাইল জেলা প্রতিনিধি মো: রাকিব হাসান
ভূঞাপুর স্বরবৃত্ত আবৃত্তি সংসদের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে স্কুল- কলেজ পর্যায় শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার (১০ মে) ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ।
স্বরবৃত্ত আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ এর সঞ্চালনায় উক্ত প্রতিযোগিতায় ভূঞাপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় চিত্রাংকনে উপস্থিত ছিলো প্রায় দেড় শতাধিক ছেলেমেয়ে। আবৃত্তি প্রতিযোগিতা তিন গ্রুপ মিলে উপস্থিতির সংখ্যাও প্রায় শতাধিক।
এরমধ্যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর প্রতিযোগী ছিলো ৭৫ জন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বৃজ, টাঙ্গাইলের পরিচালক মজিবুর রহমান তপন ও নজরুল সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের পরিচালক কবি লিমা রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ভূঞাপুরের সভাপতি জনাব জলিল আকন্দ, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান বাবু, ভূঞাপুর উদীচীর সভাপতি ও জোটের সাধারণ সম্পাদক হাসান সারোয়ার লাভলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম খান, সাংস্কৃতিক সম্পাদক সোহরাফ জোয়াদ্দার, আনোয়ার হোসেন, উদীচীর ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাঁকো কিন্ডারগার্টেন এর শিক্ষক জাহাঙ্গীর আলম, কবি হালিমা খাতুন, ভূঞাপুর কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রোমটার রুমি, কবি কাশিনাথ মজুমদার পিংকু, বাচিক আরিফ আহমেদ, মাটির মা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তাসহ আরো অনেকে। বিচারক প্যানেলে ছিলেন, ছড়াকার ও চিত্রশিল্পী শাজু রহমান, ড. মনোয়ারুল ইসলাম মনো, অধ্যাপক আনোয়ারুল ইসলাম পাপ্পু, নাট্যব্যক্তিত্ব আব্দুল করিম খান ও কবি লিমা রহমান। অনুষ্ঠানে সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে – ড. আলী রেজা ও শাজু রহমান ।
এছাড়াও স্বরবৃত্তের সকল কন্ঠযোদ্ধা, অভিভাবক, উপদেষ্টামণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন । আলোচনা শেষে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে বিতরণ করা হয় ক্রেস্ট ও সনদপত্র। জুলিয়া পারভেজ প্রদত্ত প্রয়াত সোহেল পারভেজ স্মৃতি পুরস্কার ৬ টি। নাসরীন সুলতানা প্রদত্ত প্রয়াত আমিরুল ইসলাম খান স্মৃতি পুরস্কার ৩ টি। আফরোজা আক্তার প্রদত্ত প্রয়াত আসাদুজ্জামান মিল্টন স্মৃতি পুরস্কার ৩ টি ও মাজেদা বেগম প্রদত্ত প্রয়াত মৌসুমি সুলতানা বাঁধন স্মৃতি পুরস্কার ৩ টি।