বেরোবি প্রতিনিধি : মাসরিকুল হাসান সোহেল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর( বেরোবিতে)শনিবার( ১০ মে ২০২৫)রাত ১১:৪০ মিনিটে( বেরোবির) প্রধান ফটক থেকে সর্দার পাড়া প্রদক্ষিণ করে লালবাগ বাজার হয়ে বেরোবির প্রধান ফটকে এসে মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ মিছিল সমাপ্ত হয়।
বেরোবির শিক্ষার্থী ও রংপুর এর আশেপাশের অনেকে আনন্দ মিছিল অংশ নেয় এ সময়ে সকলের মুখ থেকে উচ্চারিত হয়' ক' তে কাউয়া কাদের তুই খুনি তুই খুনি।
"হ' তে হাসিনা তুই খুনি তুই খুনি।
এসময়ে শিক্ষার্থীরা আওয়ামী লীগ সরকারের সকল স্বৈরাচারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানান।
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ওঠে। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বেঠক শেষে রাত ১১টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এ সময় আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss