
রিপোর্টার, মো : রাকিব হাসান টাংগাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন এর গার্লস স্কুল মোড়ের নিধুবনের ঘাটে বৈরাণ সাহিত্য পরিষদের আয়োজনে শনিবার (১০এপ্রিল) বিকেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্বরণে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে । ” কবিতা প্রহরে রবীন্দ্র – নজরুল ” হেমনগরের নিধুবনের ঘাটের কবিতা উৎসবে সভাপতির দায়িত্ব পালন করছে বর্ষীয়ান শত শিক্ষকের শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী । বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর সাধারণ সম্পাদক কবি বিশ্বজিৎ চক্রবর্তী এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে রবীন্দ্র ও নজরুল বিষয়ে আলোচনা এবং স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি অধ্যাপক মহিউদ্দিন,লোকসংস্কৃতি গবেষক মামুন তরফদার, লেখক ও কলামিস্ট বাদল মাহমুদ, সময়ের সাহিত্য কন্ঠ এর সম্পাদক কবি আজাদ কামাল, গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা জাসাস এর সভাপতি শাহানুর আহমেদ সোহাগ, কে এম শামীম, কবি গোলাম মোস্তফা, কবি শাজাহান মিয়া, কবি এম কে হাতেম, কবি সাইফুল ইসলাম, কবি জহুরুল হক, লেখক ও সাংবাদিক আক্তার হোসেন খান, কবি কামরুল মুজাহিদ, অধ্যাপক শহিদুর রহমান শাহীন, কবি আলী আহসান, সমাজসেবক খায়রুজ্জামান ভূঁইয়া, কবি ফিরোজ আহমেদ বাবুল, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ ভিপি, সুজনের সম্পাদক মাহাবুব রেজা, কবি নেপাল চন্দ্র সুত্রধর, কবি সাংবাদিক রফিক হাসান, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি অটল শরীয়উল্লাহ এবং ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ ইমাম হাসান সোহান । অনুষ্ঠানে বিরতির পর সঞ্চালনার দায়িত্ব পালন করেন বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাহিত্য সম্পাদক কবি আনজু আনোয়ারা ময়না।
এসময় কবিতা আবৃত্তি করেন কবি মোঃ বেলায়েত হোসেন, কবি ও ঔপন্যাসিক মোঃ মুক্তার হোসেন, নুরুল ইসলাম নুরু, শেখ রশিদ, জুয়েল মিয়া, মনসুর রহমান । এক পর্যায়ে নজরুল, রবীন্দ্র ও লোকজ সঙ্গীত পরিবেশন করেন কন্ঠ শিল্পী জাহিদ সাঁই, শিশু শিল্পী তৃণা ঘোষ, এম কে হাতেম এবং বিশ্বজিৎ চক্রবর্তী ।