মোঃ মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে বিষাক্ত অ্যালকোহল পানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
৮ই মে (রোজ বৃহস্পতিবার) বেলকুচির ৪ নং দৌলতপুর ইউনিয়ন মতি মার্কেটে এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, ৬ মে (রোজ মঙ্গলবার )কান্দাপাড়া বাজার মোজাম্মেল হক বাবুর হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে এই বিষাক্ত অ্যালকোহল ক্রয় করে পান করার পর অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিক সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৮ মে (রোজ বৃহস্পতিবার) সকালে দুজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন,দৌলতপুর উত্তরপাড়া গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে আবু কালাম(৪৪) দৌলতপুর মতি মার্কেট এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে শাহ আলম(৪৩)। এ ঘটনায় আবু হানিফ নামের আরও একজন অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
এ বিষয়ে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ জাকেরিয়া হোসেন সাংবাদিকদের জানান, বিষাক্ত অ্যালকোহল পান করে দুইজনের মৃত্যুর পর হোমিওপ্যাথিক ফার্মেসির মালিক মোঃ মোজাম্মেল হক বাবুর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং মোজাম্মেল হক বাবুকে আটক করার জন্য অভিজান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই আমরা মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss