মো: আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-
কুমিল্লা-৩ (মুরাদনগর-বাঙ্গরা) আসনের সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের সহকারী একান্ত সচিব (এপিএস) ও ধামঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর কলাবাগান এলাকা থেকে ডিবির রমনা বিভাগের সদস্যরা তাকে আটক করেন।
শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, আব্দুল কাদের আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত ছিলেন। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করেছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদনগর ও বাংগরা অঞ্চলে জমি দখল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অনিয়মে সরাসরি জড়িত ছিলেন আব্দুল কাদের। সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের হয়ে এসব কর্মকাণ্ড তদারকি করতেন তিনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss