মো: আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-
কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের এক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন (৫৪)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নিজ বাড়ি ধনপতিখোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। রুহুল আমিন মৃত সুরুজ ব্যাপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের নভেম্বর মাসে দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা দায়িত্ব পালন করেন।
এছাড়াও, তার বিরুদ্ধে এলাকায় সাধারণ মানুষের ওপর নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে। কিছুদিন আগে এক যুবককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে রুহুল আমিনকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss