মো: আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):
কুমিল্লার মুরাদনগরে পুলিশের অভিযানে ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩০)। তিনি মুরাদনগর উপজেলার ১৫ নম্বর পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পৈয়াপাথর মধ্যপাড়ার বাসিন্দা (কামাল চেয়ারম্যানের বাড়ির পাশে)। তার পিতার নাম মৃত সুলতান আহমেদ বীর এবং মাতার নাম মমতাজ বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, ৭ জুন ২০২৫ তারিখে রাত ২টা ৪৫ মিনিটে মুরাদনগর থানার পুলিশ সদস্যরা নিয়মিত মোবাইল ডিউটির অংশ হিসেবে হিংস ব্রিজ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ডিউটি অফিসার মোবাইল ফোনে খবর পান, কোম্পানীগর বাজারের আল মদিনা রেস্ট হাউস এলাকায় একজন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে।
খবর পাওয়ার পর আনুমানিক রাত ৩টা ২০ মিনিটে পুলিশ সেখানে অভিযান চালায় এবং আনোয়ার হোসেনকে আটক করে। তার দেহ তল্লাশি করে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ সফলতা এসেছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss