শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

দফা এক দাবি এক মফিজের পদত্যাগ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৫৫ Time View

মো.সহিদ মিয়া, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:

বিক্ষুব্ধ জনতায় মুখে এই স্লোগান দিয়ে ১০কিলোমিটার প্রদক্ষিণ করলেন,সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার ইউওন মহোদয় মফিজুর রহমান কে লক্ষ্য করে দীর্ঘদিন যাবত এলাকায় চাঞ্চল্যকর উৎকন্ডা শুরু হচ্ছে।

কিছু দিন পুর্বে এই বিশ্বম্ভপুর উপজেলার সুশীল সমাজের ব্যানারে একটি মানববন্ধন করেছেন এলাকা বাসী ইউওন কে দুর্নীতিবাজ বা ফ্যাসিবাদের ধূসর হিসাবে আখ্যা দিয়ে, বিভিন্ন তথ্য উদঘাটন করেন তারা, তখন আরেকটি দল তাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনে অতর্কিত হামলা করেন, এ সময় কয়েকজন আহত হন পরিশেষে দুই পক্ষের মধ্যে মামলা হামলা হয় তখন থেকে উৎকণ্ঠার মধ্যে কিছুদিন চলে।

আজ এলাকা বাসী আবার এই ইউওন মহোদয়ের পদত্যেকের দাবিতে বিক্ষোভ মিছিল করেন, হাজার হাজার জনতা, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই মিছিল হয় প্রায় ১০ কিলোমিটার জায়গা জনতারা পায়ে হেঁটে প্রদক্ষিণ করেন,এ সময় প্রথম সারিতে যারা উপস্থিত ছিলেন তার হলেন আব্দুর রব, সফিকুর রহমান জনি,শাহিন আহমদ, জিয়াউর রহমান, আতাউর রহমান, হাফিজ আব্দুল আজিজ,বিল্লাল হোসেন, আমিরুল ইসলাম, ইমন, নূর মোহাম্মদ, আনসার আলী, মানিক মিয়া, শাহ আলম, ফুল মিয়া, প্রমুখ, উপজেলার চালবন পয়েন্ট থেকে কারেন্টের বাজার হয়ে বোয়াল চত্বর, পরিশেষে উপজেলার সামনে গিয়ে মাইকে কথা বলতে থাকেন।

তখন জেলার পুলিশ সুপার, এ ডি সি মহোদয় সরাসরি উপস্থিত হন, এবং জনতাকে থামিয়ে সান্তনা দেন আর বলেন দেশে আইন আছে আপনারা ধৈর্য ধরুন,এবং তিন ইউওন কে জিজ্ঞেস করেন তার কাছ থেকে উত্তর আসে ১০ দিনের সময় দেবার জন্য তখন জনতাকে এই বার্তাটি জানান উপস্থিত জনতা তখন বলেন ঠিক আছে স্যার আপনারা যে সিদ্ধান্ত দিবেন আমরা মেনে নিলাম তবে ওই ইউ নো আমাদের এই উপজেলা থেকে চিরছেড়ে বিদায় হোক সেই প্রত্যাশাই করি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102