শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

লালমনিরহাটে আলোচিত স্কুলছাত্রী জন্নাতি হত্যা মামলার আইনজীবীকে হত্যার হুমকি

  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১০৭ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট

লালমনিরহাটে আলোচিত স্কুল ছাত্রী জন্নাতি হত্যা মামলার আইনজীবী জাকিউল হাসান সিদ্দিক রাসেলকে মুখোশধারীরা হত্যার হুমকি দিয়েছে।

মঙ্গলবার (৬ মে) রাত ১১টার হেলমেট পরিহিত ৪ থেকে ৫জন ব্যক্তি ওই আইনজীবীর পথরোধ করে এ হত্যার হুমকি দেয়। পরে বুধবার (৭মে) বিকেলে জজকোর্ট মিলনায়তনে আইনজীবী জে এইচ রাসেল সংবাদ সম্মেলন করে বিষয়টি সাংবাদিকদের অবগত করেন।

গত ১৬ এপ্রিল সন্ধ্যায় জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চরশৌলমারী এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে ষষ্ঠ শ্রণীর ছাত্রী জান্নাতির হাত,পা ভাঙা ও মুখে বালু ভর্তি অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। জান্নাতি ওই এলাকার ফজু মিয়ার মেয়ে।

আইনজীবী জে এইচ রাসেল জানান, ৬ মে রাত ১১টায় বাসা থেকে বের হয়ে জেলা শহরের বালাটারী নামক স্থানে যাচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত ৪/৫ জন হেলমেটে পরিহিত ব্যাক্তি মোটরসাইকেল যোগে এসে তার পথরোধ করে সামনে দাঁড়ায়। এসময় হেৱমেট পরিহিত ব্যক্তিরা আইনজীবী রাষেলকে হুমকি দিয়ে বলে, জান্নাতি হত্যা মামলা নিয়ে বেশী বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি তোর সমস্যা হবে। এতে ওই আইনজীবী ভয় পেয়ে যান। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে মুখোশধারীরা পালিয়ে যায়।

গত ১৬ এপ্রিল সন্ধ্যার পর বাড়িতে একা পেয়ে ওই স্কুল ছাত্রী জান্নাতিকে ভুট্টা ক্ষেতের নির্জন স্থানে তুলে নিয়ে যায় বেলাল হোসেন নামে এক যুবক। পরে ওই যুবক স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়ে পৈশাচিক কায়দায় তার মুখের ভেতর মাটি গুঁজে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা আসামীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে আসামী বেলালকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার বিষয়টি স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।

এদিকে ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসী একাধিকবার থানা ঘেড়াও, ঢাকা-বুড়িমারী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102