শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

রায়পুরে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৮৭ Time View

আরিফ হোসেন রুদ্র

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের বডার বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ মে (রবিবার) চরপাতা ইউপির বর্ডার বাজারের পাটোয়ারী টেড্রাসের সামনে থেকে মোঃ সাইম হোসেন (১৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি চরপাতা গাছি বাড়ীর আব্বাস হোসেনের পুত্র।

অভিযানকালে সাইম হোসেনের কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ গ্রাম গাঁজা এবং নগদ ১,৪৪০ টাকা উদ্ধার করা হয়। অভিযানটি নেতৃত্ব দেন রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) শাখাওয়াত হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রসাশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102