খুলনা প্রতিনিধি:
অভিযোগ উঠেছে খান সাহেব কলেজ ছাত্রদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ‘ সাদিক রানা’ ছাত্রলীগের রাজনীতির সহিত সংক্রিয় ভাবে জড়িত ছিলো। সাদিক রানা এবং ওহিদুজ্জামান শান্ত দুই জনই একই মিছিল মিটিং অথবা ছাত্রলীগের নেতাকর্মীদের সহিত বিভিন্ন কার্যক্রম দীর্ঘদিন যাবত লিপ্ত ছিল । এছাড়া স্থানীয় ছাত্রদল নেতা বলেন শান্ত ও সাদিক রানা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল খান সাহেব কোমর উদ্দিন কলেজের ছাত্রলীগের তৎকালীন সভাপতি স্বাধীনের সাথে তিনি কলেজে পড়া অবস্থায় প্রতিনিয়ত দলীয় কর্মসূচি কলেজের রাজনীতির সাথে তাদের সাথে সক্রিয় দেখা যায়।
নাম প্রকাশের অনীহা জানিয়ে ছাত্রদলের এক নেতা আমাদের জানান! সাদিক রানার আপন বড় ভাই নাজমুস সাকিব তানিন আমাদী ইউনিয়ন ছাত্রলীগের সাহেব সহ সভাপতি এবং কয়রা উপজেলা ছাত্রলীগের সাহেব সহ সভাপতি। শিবিরের রাজনৈতিক সংশিষ্টতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবং তার পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে বিশ্বাসী। এবং সাদিক রানা নিজে খান সাহেব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন বলে জানান তিনি।
তার আপন ছোট ভাই সাদিক রানাও একই পথের প্রতীক বলে দাবী করেন তিনি। নাজমুল সাকিব তানিন এর প্রেস কমিটির কপি এবং সাদিক রানার ছাত্রলীগের সংশিষ্টতা এবং ছবি সহ বিভিন্ন তথ্য রয়েছে।
নাম প্রচারের অনুমতি না দিয়ে ছাত্রদলের নেতা জানান! আমাদের নেতারা মুখেই বলতেছে যে আওয়ামীলীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলো, তথ্য প্রমাণ আছে, তাদেরকে নেতৃত্ব দেয়া হবে না। কিন্তু সাদিক রানার বিপক্ষে এত এত তথ্য প্রমান থাকার পরেও তাঁকে খান সাহেব কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এই কমিটি ছাত্রদলের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন আমরা শহীদ জিয়ার আদর্শ ধারণ করে আমরা রাজনীতি করি। কিন্তু দলের ইমেজ ক্ষুন্ন করে এমন সুবিধাভোগী ব্যক্তি দলে জায়গা পেলে সামনে দল ক্ষতিগ্রস্থ এর দিকে নিয়ে যাবে এসব ব্যক্তি।
দৈনিক প্রথম বার্তা এর পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয়েছে, তিনি এইসব তথ্য তাদের নেতাদের জানিয়েছেন কিনা অথবা প্রতিবাদ করেছেন কিনা? উত্তরে তিনি বলেন, অভিযোগ জানিয়েছি, প্রতিবাদ করার সুযোগ নাই, এক্ষেত্রে সহিংসতা সৃস্টির প্রবণতা রয়েছে। জেলা ও কেন্দ্রের নেতাদের সাথে এবং ভোট জালিয়াতির অভিযোগ তুলে তিনি বলেন, টাকার বিনিময়ে কমিটি বাণিজ্য হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: ফটো কার্ডে ব্যবহার করা ছবিটি সাদিক রানা, ছাত্রলীগের পূর্ব ঘোষিত প্রোগ্রামে ব্যানার হাতে দাড়িয়ে আছেন এবং আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র ও বেশ কিছু ছাত্রলীগের নেতার উপস্থিতি রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss