শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

বেরোবিতে এমসিজে বিভাগের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত

  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৭৬ Time View

বেরোবি প্রতিনিধি : মাসরিকুল হাসান সোহেল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (৩ এপ্রিল ২০২৫) সকাল ১১ টায় রালি শুরু হয়।কবি হেয়াত মাহমুদ ভবনের সামনে থেকে মিডিয়া চত্বর হয়ে বিজয় সড়ক , সে্ন্টাল ক্রিকেট মাঠের সামনে সমাপ্তি হয়।

র,ালীতে উপস্থিত ছিলেন , ড.শওকাত আলী, মাননীয় উপচার্য ( বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর) উপস্থিত ছিলেন, ড. নজরুল ইসলাম(, প্রফেসর , গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ , বেরোবি)উপস্থিত ছিলেন তাবিউর রহমান প্রধান ( বিভাগীয় প্রধান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ , বেরোবি)এছাড়াও বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. শওকাত আলী বলেন,
‎মুক্ত গণমাধ্যম চর্চা গণতন্ত্রের মূল শক্তি। মুক্ত গণমাধ্যম আগে যেমন ছিল, তার চেয়েও যেন আরও বেগবান হয়ে উঠে। যেখানে প্রতিবন্ধকতা ছিল, সেসব জায়গা মুক্ত করে, মুক্ত চর্চার গণমাধ্যমই সবাই প্রত্যাশা করে।

বিশ্ব গণমাধ্যম দিবসের সূচনা হয় ১৯৯১ সালে নামিবিয়ার উইন্ডহুকে অনুষ্ঠিত ইউনেস্কো-এর এক সম্মেলনের মাধ্যমে। এই সম্মেলনে গৃহীত “উইন্ডহুক ঘোষণা” (Windhoek Declaration) ছিল সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ দলিল। এর মূল উদ্দেশ্য ছিল আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে মুক্ত, স্বাধীন ও বহুমাত্রিক সংবাদমাধ্যমের গুরুত্ব তুলে ধরা।

এর ভিত্তিতে, ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে বিশ্ব গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে।
দিবসটির উদ্দেশ্য:সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করা । সংবাদমাধ্যমে সেন্সরশিপের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা।সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।গঠনমূলক ও নিরপেক্ষ তথ্য প্রচারে উৎসাহিত করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102