আরিফ হোসেন রুদ্র:
লক্ষ্মীপুর জেলার রায়পুর বাজার বণিক সমিতির নির্বাচনে যোগাযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী হিসেবে মোঃ রাজু আহম্মেদের নাম শোনা যাচ্ছে।
আগামী ২১ জুন শনিবার বণিক সমিতি নির্বাচনের প্রস্তুতির জন্য প্রার্থীরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে প্রচার প্রচারণা দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
রাজু আহমেদ জানান আমি যদি নির্বাচিত হই রায়পুর বাজার সকল ব্যবসায়ীদের নিয়ে একটা অ্যাপের মাধ্যমে যোগাযোগের গ্রুপ তৈরি করব। যাতে করে রায়পুর বাজার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এবং সকল সুবিধা,অসুবিধার কথা এই অ্যাপের মাধ্যমে সবাই জানতে পারে। কোনো ব্যবসায়ী বা কোনো সদস্য যদি বিপদে পড়ে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া যায়।
তিনি আরো বলেন বহু বছর ধরে এই বাজারে বণিক সমিতির নির্বাচন না হওয়ায় ছিল না কোনো শৃংখলা। ফলে বাজারে চুরি, ডাকাতি, ব্যবসায়ীদের ওপর হামলা, দখলদারিত্ব, লুটপাটসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা গেছে। তাই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বণিক সমিতি নির্বাচন হওয়া অবশ্যই প্রয়োজন।
সকলের দোয়া ও ভালোবাসা থাকলে আমি ১০০% জয়লাভ করবো বলে আমি আশাবাদী।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss