মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় আজমির হোসেন নামের (৩০)বছরের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। ২৬ শে এপ্রিল রোজ শনিবার বেলকুচি পৌরসভার ২ নং ওয়ার্ড ছিদ্রমাটিয়া পতেঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আম খাওয়ানোর লোভ দেখিয়ে (৮)বছরের এই স্কুল ছাত্রীকে যমুনা নদীর শাখা কাশবনে নিয়ে জোরপূর্ব ধর্ষণ করার চেষ্টা করলে মেয়েটি চিৎকার করে ওঠে। চিৎকার শুনে আশেপাশের লোকজন মেয়েটিকে উদ্ধার করে এবং এই আজমির হোসেন যুবককে আটক করে বেলকুচি থানায় বিষয়টি অবগত করেন। বিষয়টি মুহূর্তের মধ্যেই এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে প্রায় কয়েক হাজার লোকের সমাগম হয়। বিক্ষুব্ধ জনতা এই আজমির হোসেনের ফাঁসির দাবি করে স্লোগান দিতে থাকে। খবর শুনে তাৎক্ষণিক বেলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন।
আজমির হোসেন বেলকুচি পৌরসভার তিন নং ওয়ার্ডের চালা ৭ রাস্তার মোড় মৃত আনোয়ার হোসেনের ছেলে। খবর নিয়ে যানা যায় বিগত দিনে তার নামে আরো একটি ধর্ষণ মামলা ছিল বেলকুচি থানায়,এজন্য এলাকাবাসী তার উপরে এতক্ষিপ্ত। আজমির হোসেনকে থানায় নেওয়ার পথে গণধোলাই দিয়ে উলঙ্গ করে পুলিশের হাতে ছেড়ে দেয়।
এ প্রসঙ্গে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)
জাকেরিয়া হোসেন জানান,খবর পেয়ে আমরা আজমির নামের এই যুবককে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করি এবং তার শরীরে ক্ষত থাকায় তাকে হাসপাতলে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসি। আজমির হোসেনের নামে থানায় ধর্ষণ মামলা হয়েছে।মেয়েটির বাবা বাদী হয়ে এই ধর্ষণ মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss