চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ইন্ডিয়ার কারাগারে আটক বাংলাদেশী ৭ জেলের মুক্তির দাবিতে চিলমারীতে মানববন্ধন কর্মসূচি পালিত। মাছ ধরতে গিয়ে ভারতের কারাগারে প্রায় ৭ মাস থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৫ জন ও রৌমারীর ২ জন জেলের বন্দি হয়ে আছে। তাদের দ্রুত মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে চিলমারী উপজেলা চত্তরের সামনে রোববার বিকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চিলমারী সাংবাদিক ফোরামের আয়োজনে এই মানববন্ধনে অংশ নেন আটক হওয়া জেলে পরিবারের সদস্য, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ।
চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে ও ফোরামের সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম সাদ্দামের সঞ্চালনায় , মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাহফুজুর রহমান মঞ্জু, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম জুয়েল,সাংবাদিক সহ-অধ্যাপক ফজলুল হক, ইউপি সদস্য রুকুনুজ্জামান স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের চিলমারী প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, সাব্বির হোসেন, আব্দুর রহমান পারভেজ, রেজাউল করিম, আটক বকুল মিয়ার স্ত্রী আজেনদা বেগম, মিরজাহানের ছেলে আবু বক্কর সিদ্দিক, বিপ্লব মিয়ার স্ত্রী কাজলি বেগম প্রমুখ।
এসময় তারা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss