সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার অতি আলোচিত সংগঠন কবি সাহিত্যিক সাংবাদিক শিক্ষাবিদ সুশীল দের নিয়ে গঠিত জাগ্রত কণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ তৃতীয় বারে কমিটি প্রকাশিত হলো সুনামগঞ্জ পৌরসভার লবজান চৌধুরী বালিকা স্কুল এন্ড কলেজ এর অডিটোরিয়াম আজ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় সংগঠনের ক্রীড়া সম্পাদক সাংবাদিক আবু সাইদ এর পরিচালনায় সভাপতিত্ব করেন পরিষদ এর সিনিয়র সভাপতি এম এ ছাত্তার অধ্যক্ষ অত্র কলেজ,সুচনা শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি মো. সহিদ মিয়া সভাপতি অত্র পরিষদ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইকবাল হোসেন অধ্যক্ষ পলাশ উচ্চবিদ্যালয় ও কলেজ,আর সহ সভাপতি প্রভাষক শাহীনা চৌধুরী রুবি,সাধারণত সম্পাদক মিছবাহ উদ্দিন রুমি, সহ সাধারণ সম্পাদক শাহ জাহান সিনিয়র শিক্ষক সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়,সহ প্রচার সম্পাদক কলামিস্ট তহুর মিয়া,অন্যান্যর মধ্যে ছিলেন সাংবাদিক আপ্তাব উদ্দিন,কবি মুহসিনা খাতুন রুবি,ওবায়দুল হক মিলন, সাধারণ সম্পাদক সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন, মানবাধিকার কর্মী নুরুল হক, মাষ্টার সাজাউর রহমান, ওবায়দুল হক মুন্সী সাধারণ সম্পাদক সুনামগঞ্জ সাহিত্য পরিষদ,কবি ইমামুল ইসলাম রানা,এমদাদ হোসেন,সেলিম রেজা, মতিউর রহমান,আদিল আরমান প্রমুখ,সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে সকলেই আলোচনা করার সোজুগ নেন এবং জাগ্রতকন্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের পূর্বের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন এবং পুলকিত হন আশা করেন আগামীতে যেন শিক্ষার মান উন্নত করতে এ-ই সংগঠন আর বেশি ভুমিকা রাখবেন জেলার নির্বাহী কর্মকর্তা দের অতিথি করে যেন বিতর্ক প্রতিযোগিতায় হয় শিক্ষালয় ভিত্তিক।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss