মোঃ ইমন খাঁন; হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি (লালমনিরহাট)
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে চালুর দাবিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
আজ রাজধানীর সচিবালয়ের রেলওয়ে ভবনে বাংলাদেশ রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম, মহাপরিচালক আফজাল হোসেন ও অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম সহ সকলের সাথে আলাদা আলাদা আলোচনা করে স্মারকলিপি প্রদান করেন।
এ সময়ে রেলওয়ে কর্তৃপক্ষ আনোয়ারুল ইসলাম রাজুকে জানান, বুড়িমারী থেকে সরাসরি এই ট্রেন চালু করতে তাঁরা আন্তরিকভাবে কাজ করছেন। তবে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে সাময়িক বিলম্ব হচ্ছে। তাঁরা আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই এই সমস্যা কাটিয়ে উঠে ট্রেনটি চালু করা হবে।
আনোয়ারুল ইসলাম রাজু বলেন, "পাটগ্রাম-হাতীবান্ধা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বুড়িমারী থেকে সরাসরি ট্রেন চালু হলে এই অঞ্চলের যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমবে।"
তিনি আরও বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর আন্দোলনে সহযোগিতার জন্য পাটগ্রাম-হাতীবান্ধা ও আশেপাশের এলাকার জনগণকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি আশ্বাস দেন, ট্রেনটি চালু না হওয়া পর্যন্ত তিনি এই সংক্রান্ত সকল প্রচেষ্টা অব্যাহত রাখবেন। সেই সাথে তিনি, আগামী দিনে হাতীবান্ধা-পাটগ্রামের বেকার সমস্যা সমাধান ও উন্নয়নের স্বার্থে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss