
মো,সহিদ মিয়া সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের, বানীপুর গ্রামের ঝগড়া মিমাংসা হলো গত১৮/০৪/২৫ইংরেজি শুক্রবার
,সাহাব উদ্দিন গোত্র ও শাহজাহান গোত্রের দীর্ঘদিনের বিভিন্ন বিবাদ এর জের ধরে বিগত ১৭/০৪/২৫ বৃহস্পতিবার দিবাগত রাতে
ফুটবল খেলা কে কেন্দ্র করে দুই পক্ষের চরম উত্তেজনা ছিল তাৎক্ষণিকভাবে, গ্রাম বাসীর কিছু সালিশি ব্যক্তিত্ব ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে মীমাংসার জন্য আবেদন করেন,উভয় পক্ষ মানেন রাত ১২টায় দিকে শাহাবুদ্দিন এর ৩ ভাগ্নারা অন্য গ্রাম থেকে আসে শাহাবুদ্দিনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তখন, শাহজাহানে বাড়ির সামন দিকে যাওয়ার বেলায় তাদেরকে ধরে পেলেন শাহজাহানের মানুষরা, তখন গ্রামের শালিসি গণে এসে পুলিশ কে খবর দেন। পুলিশ বলে আপনারা রাত্রি পর্যন্ত হেফাজতে রাখেন, পরদিন সকাল ১০টায় সেই ৩জনকে পুলিশে নিয়ে যায়, এই দিন বিচার ছিলো কিন্তু থানায় ওসি সাহেব স্থানীয় মেম্বার গোলাম জিলানীর মাধ্যমে সালিসি বৈঠকে বিষয়টি মিমাংসা পরামর্শ দেন এবং লেখা লেখি মুছে ফেলার জন্য বলেন, এবং তাদের কে চেড়ে দেন।
গত সোমবার এই বিচার স্থানীয় সালিসি বৈঠকে মিমাংসা হয় এতে সভাপতিত্ব করেন বর্মাউওর গ্রামের আব্দুন নুর সাহেব, গণ সাক্ষর সম্বলিত বাদী বিবাদী দল অংশ গ্রহণ করেন, উভয়ে কথা শুনে সভাপতি একটি প্রতিনিধি করে দল করে দেন, সেই প্রতিনিধিগনে রায় আনের আগামীতে যদি এমন আচরণ বা ঘটনা গটায়, তবে শাহাবুদ্দিনের পক্ষের ২০ হাজার টাকা জরিমানা গবাদি পশু বা হাস দিয়ে ফসলের ক্ষতি করলে ১০হাজার টাকা, মহিলারা ঝগড়াঝাটিতে যুক্ত হলে ১০হাজার টাকা, বহিরাগত এসে ঝগড়ায় লিপ্ত হলে ১০হাজার টাকা জরিমানা এবং শাহজাহানের গোত্রে এমন ঝগড়া করলে তাদের জন্য ১০হাজার টাকা জরিমানা রেখে সভাপতি ঘোষণা করেন, এ সময় ছিলেন, হাজী নুরুল আমীন, মাওলানা আনোয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম,হাছিনুর রশিদ, রফিক মিয়া, মুক্তিযুদ্ধা নাসির উদ্দিন, সাবেক মেম্বার কাউছার, মিজানুর রহমান,নুরুল হুদা, নুরুল ইসলাম, বদিউজ্জামান, সাইদুল আমিন, তাজুল ইসলাম,তৈয়বুর রহমান, হাফিজ খলিলুর রহমান,জালাল উদ্দিন, নিজাম উদ্দিন, গুলাম জিলানী, বাদী পক্ষের বদরুল, বিবাদী পক্ষের শাহাবুদ্দিন, পরিশেষে সবাইকে হাতে-হাত মিলিয়ে বুকে-বুক মিলিয়ে দেন বিচারক গণ,