শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

জন্মের পর কখনো ভাত খাননি রাব্বি ইসলাম

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১০৯ Time View

মোঃ ইমন খাঁন; হাতীবান্ধা উপজেলা (লালমনিরহাট) প্রতিনিধি:

রাব্বি ইসলামের বয়স তখন ছয় মাস। সে সময় একদিন মুখে ভাত দিতেই বমি করে ফেলেন তিনি। প্রতিবার ভাত খাওয়ানোর চেষ্টা করলেই বমি করতেন। জোর করে ভাত খাওয়ালে অসুস্থ হয়ে পড়তেন।

এ জন্য তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। এর পর আর কখনো ভাত খাননি রাব্বি। তাঁর বয়স এখন ২০ বছর। তিনি এত বছর ভাত না খেয়ে কীভাবে আছেন, তা নিয়ে বিস্মিত এলাকাবাসী। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের রমজান আলীর ছেলে রাব্বি ইসলাম।

তাঁর বাবা পেশায় ঝালমুড়ি বিক্রেতা, মা ফরিদা বেগম গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে রাব্বি দ্বিতীয়। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। স্বজনরা জানান, শুধু ভাত নয়, চাল দিয়ে তৈরি বিরিয়ানি, পায়েস, এমনকি শাকসবজিও খেতে পারেন না রাব্বি। এসব মুখে দিলেই তাঁর বমি আসে। দুই বছর বয়স পর্যন্ত তিনি মায়ের বুকের দুধ ও গরুর দুধ খেয়েছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রুটির পাশাপাশি নুডলস, ডিম, মুড়ি ও ফলমূল খেতে শুরু করেন। এখন বাড়িতে রান্না করা নুডলস, মাছ, মাংসের তরকারি তাঁর প্রধান খাবার। ভাত খেতে না পারার কারণ জানতে চাইলে রাব্বি বলেন, ‘আমি আমার জীবনে কোনো দিন ভাত খাইনি। ভাতের গন্ধ সহ্য করতে পারি না। ভাত দেখলে বমি আসে। এখন বেশির ভাগ সময় নুডলস খাই, এর সঙ্গে অন্যান্য খাবার খাই। তিন বেলার খাবার তালিকায় প্রায় দুই বেলা নুডলস থাকে। নুডলস আমার পছন্দের খাবার।’ রাব্বির মা ফরিদা বেগম জানান, জন্মের পর থেকে তাঁর কোনো সমস্যা ছিল না।

সাধারণত বাচ্চাদের বয়স ছয় মাস হলে স্বাভাবিক খাবার দিতে হয়। তাই ছয় মাস বয়সে রাব্বির মুখে ভাত তুলে দেন ফরিদা। কিন্তু ভাত দেওয়ার পরপরই রাব্বি বমি করে কান্নাকাটি করতেন। অনেক চিকিৎসক, কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কাজ হয়নি। রাব্বির বাবা ঝালমুড়ি বিক্রেতা। তাঁর সামান্য আয়ে চলে সংসার। ভাত ছাড়া অন্য কিছু খাওয়াতে গিয়ে খরচ বেশি পড়ে। তার পরও ভাত না খাওয়ায় তাঁর জন্য আলাদা খাবারের ব্যবস্থা করতে হয়। রাব্বির বাবা রমজান আলীও একই কথা বলেন। তাঁর কয়েক প্রতিবেশী জানান, রাব্বিকে তারা কখনও ভাত খেতে দেখেননি।

বাউরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পাটগ্রাম উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন মিয়া বলেন, জন্মের পর থেকে রাব্বির ভাত না খাওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারে। এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন রায়হান আলী বলেন, জন্মের পর এক-দুই বছর ভাত না খাওয়া স্বাভাবিক বিষয়। যেহেতু রাব্বির বয়স এখন ২০ বছর, সেহেতু ভাত না খাওয়াটা অস্বাভাবিক। ভাতে কার্বোহাইড্রেট বা শর্করা থাকে।

এটি খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কার্বোহাইড্রেট অন্যান্য খাবারেও আছে। ভাত দেখলে বমি বমি ভাব শারীরিক কিছু সমস্যার কারণে হতে পারে। এজন্য রাব্বিকে পেটের আলট্রাসনোগ্রাম করে দেখতে হবে কোনো সমস্যা আছে কিনা। আর একটা সমস্যা হতে পারে সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক। এজন্য তাঁকে জেনারেল সার্জন বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102