জীবন আহমেদ রাব্বি
বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লাতে ইসরাইলের ইহুদী কর্তৃক ফিলিস্তিনি মুসলিম হত্যার প্রতিবাদে বাংলাদেশ জমঈয়তে শুব্বান কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ এপ্রিল (শুক্রবার) বাদ জুমা বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক মসজিদ ও বাংলাদেশের সবচেয়ে বড় সমাজ বল্ল আল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঐতিহাসিক বল্লা সমাজের প্রায় পনেরো হাজার মুসলিম জনগণ অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি বল্লা মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বল্লা বাজারের গুরত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে এবং মিছিল শেষে বল্লা বাজার বটতলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ইসরাইলি পণ্য বয়কট সহ মুসলিম হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।