গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শালেংকা গ্রামে ননী সাধুর আঙ্গিনায় চৈত্র মাসের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান চৈত্র পূজা ও শিব পূজা অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল (শনিবার) অষ্টমী ও নবমী তিথিতে বেলা ৩টায় নীল পাঠ ঠাকুরের মহাদেব ঠাকুরের স্নান করানোর মধ্য দিয়ে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রতি বছরের মতো এবারও স্থানীয় ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে পূজা মণ্ডপে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
এই পূজা চলবে ১৩ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত, যেখানে শেষ দিনে মাছ খাওয়ার আয়োজনের মধ্য দিয়ে পূজা সমাপ্ত ঘোষণা করা হবে। এই সময়জুড়ে প্রতি সন্ধ্যায় পূজা-অর্চনা, ভক্তিগীত, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।
স্থানীয়দের মতে, বহু বছর ধরে এই শালেংকা গ্রামে ননী সাধুর আঙ্গিনায় চৈত্র মাসে এই পূজার আয়োজন হয়ে আসছে। এটি শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, বরং গ্রামীণ সামাজিক মিলনের একটি বড় উপলক্ষ হিসেবেও বিবেচিত হয়ে থাকে।
অনুষ্ঠানটি নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।
গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি
০১৭১২৭২০৭৮৭
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss