টাংগাইলের নাগরপুরে এসএসসি পরিক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪৩ জন – dainikprothombarta    
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিকাশ এজেন্টকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই রায়পুরে অবৈধ মাটি ও নদীর চর কাটায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড টাংগাইলে সময়ের সাহিত্য কন্ঠ পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ২০২৫ হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ মিছিল  মাদারগঞ্জে নবাগত ইউএনও ও ওসি সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ টঙ্গী স্টেশন রোডে ছিনতাইকারী আটক, এলাকাবাসীর দাবি দ্রুত আইনগত ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত।  গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে দুদকের আকস্মিক অভিযান টাঙ্গাইলের কালিহাতিতে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল পিছালো ব্রাকসু নির্বাচন ২১ জানুয়ারি ২০২৬

টাংগাইলের নাগরপুরে এসএসসি পরিক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪৩ জন

  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০৩ Time View

হোসাইন মৃদুল,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে ৬ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ২৭৩০ জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ৪৩ জন। বৃহস্পতিবার সকাল ১০ টা পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে, প্রথম দিনে জেনারেল ১৭৪৪ জনের মধ্যে ১৪ জন, দাখিল ৪৯২ জনের মধ্যে ২০ জন, ভোকেশনাল ৪৯৪ জনের মধ্যে ৯জন অনুপস্থিত রয়েছেন। উপজেলার ৬ টি কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদের কে বাহিরে অপেক্ষা করতে দেখা যায়।

পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান, সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহম্মেদ ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান বলেন, পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষার্থীরা যেন নির্বিঘে কেন্দ্রে পৌছাতে পারে সে জন্য যানজট নিরশনে নেয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থা। সেই সাথে কেন্দ্র গুলোতে রাখা হয়েছে কঠোর নজরদারি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষা গুলো সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102