শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

গাইবান্ধায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬৬ কেন্দ্রে ৩২ হাজার ৮শত ৩৭ জন পরীক্ষার্থী অংশ নেবে

  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৮৭ Time View

বিপ্লব সুন্দরগঞ্জ প্রতিনিধি:

বৃহস্পতিবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার গাইবান্ধা জেলায় মোট ৬৬ কেন্দ্রে ৩২ হাজার ৮শত ৩৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ২২১জন, এসএসসি (ভোক) ও দাখিল (ভোক) ১৫ টি কেন্দ্র থেকে ৩ হাজার ১জন এবং দাখিল পরীক্ষায় ১১টি কেন্দ্র থেকে ৪ হাজার ৬১৫ জন।

এসএসসিতে গাইবান্ধা সদর উপজেলার মোট ৬টি কেন্দ্র থেকে ৪ হাজার ৭শত ৮৪ জন, সুন্দরগঞ্জ উপজেলার ৭টি কেন্দ্র থেকে ৪ হাজার ৬শত ৬৭ জন, সাদুল্যাপুর উপজেলার ৫টি কেন্দ্র থেকে ২ হাজার ৫শত ৯৮ জন, গোবিন্দগঞ্জ উপজেলার ৯টি কেন্দ্র থেকে ৫ হাজার ৮শত ৭৭জন, সাঘাটা উপজেলার ৫টি কেন্দ্র থেকে ৩ হাজার ১ জন, পলাশবাড়ী উপজেলার ৫টি কেন্দ্র থেকে ৩ হাজার ১শত ৮৫ জন ও ফুলছড়ি উপজেলার মোট ৩টি কেন্দ্র থেকে ১ হাজার ১শত ৯জন পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়।

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন,জেলায় এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক পরীক্ষা নকলমুক্ত করতে কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102