শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

কালিহাতীর পাছ চারান এলাকায় নদী পাড়ের মানুষদের স্বপ্নের রাস্তা বাস্তবায়নে আনন্দের জোয়ার

  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮৯ Time View

 

 

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের পাছ চারান এলাকার নদী পাড়ের অসহায় ও বঞ্চিত মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। টি.আর. (ট্রান্সফার রিলিফ) কর্মসূচির আওতায় ওই এলাকায় একটি কাঁচা রাস্তা নির্মাণ হওয়ায় স্থানীয়দের মাঝে বইছে আনন্দের বন্যা।

 

জানা গেছে কোকডহরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন খান এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে ওই রাস্তার জন্য আবেদন করেন। বিষয়টি আমলে নিয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করে সরেজমিনে পরিদর্শনে পাঠান। তদন্তে জনস্বার্থে রাস্তার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হলে, ‘টি.আর.’ কর্মসূচির আওতায় পাছ চারান সিএনজি রাস্তা থেকে বদর আলীর বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণে ৫৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে যাই। উভয়পক্ষের কথাগুলো শুনি। কেউ যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেই লক্ষ্যে পরামর্শ দিয়েছি।

 

প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় ইউপি সদস্য হারুন মেম্বারকে সভাপতি এবং সমাজসেবক সোহেল খানকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির তত্ত্বাবধানে রাস্তাটি বাস্তবায়িত হয়।

 

এ প্রসঙ্গে ইউপি সদস্য হারুন খান বলেন, নদীর পাড় ঘেঁষে বসবাসরত মানুষগুলো দীর্ঘদিন ধরে চলাচলে সীমাহীন দুর্ভোগে ছিল। এ রাস্তা নির্মাণের ফলে তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে। এটা শুধু একটা রাস্তা নয়, যেনো তাদের জীবনে এক নতুন আশার আলো।

 

কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, জনগণের মৌলিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট। এই রাস্তাটি তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

নদী পাড়ের গ্রামবাসীরা রাস্তা পেয়ে এখন যেন সত্যিই খুশীতে আত্মহারা। তাদের মুখে একটাই কথা সরকার ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা, কারণ তারা আমাদের দুঃখের কথা বুঝেছেন।

 

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ

০১৭১২৭২০৭৮৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102