মো.সহিদ মিয়া।
বহুল কাঙ্ক্ষিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে প্রস্তুতি নিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় কমিটি থেকে সিদ্ধান্ত গ্রহণ করছে। সারা বাংলাদেশর সংসদীয় ৩০০ আসনেই প্রার্থী দিবে তারা। তবে কোন দলের সাথে জোটবদ্ধ হলে সেখানের মধ্যে তারা প্রার্থিতা বাতিল মর্মে সিলেট বিভাগের ১৯ টি আসনে মধ্যে প্রার্থীর নাম ঘোষণা হয়। সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে যারা প্রার্থী হবেন তাদের নামগুলি ঘোষণা দিলেন কেন্দ্রীয় কমিটি, সুনামগঞ্জ-১ আসনে জেলার নায়েবে আমির তোফায়েল আহমেদ খান (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) ৪ টি উপজেলা নিয়ে গঠিত এই আসন। সুনামগঞ্জ-২ আসনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মুহাম্মদ শিশির মনির, দিরাই এবং শাল্লা উপজেলা নিয়ে গঠিত । সুনামগঞ্জ-৩ আসনে সিলেটের জজ কোর্টের (এপিপি) আইনজীবী মোহাম্মদ ইয়াছিন খান,জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। সুনামগঞ্জ-৪ আসনে সুনামগঞ্জ জেলার নায়েবে আমির মুহাম্মদ শামস উদদীন সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্ভপুর উপজেলা নিয়ে গঠিত এবং সুনামগঞ্জ-৫ আসনে গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সালাম আল মাদানীকে প্রার্থী করা হয়েছে (ছাতক এবং দোয়ারা বাজার)। তারা ঐক্যমতের ভিত্তিতে নিরবে নিভৃতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, দলীয়ভাবে। তাদের কোন বিশৃঙ্খলা নেই। বিগত ৪ এপ্রিল কবি আহিদ মিয়া পেইজে একটি লাইভ কনফারেন্স হলে এর সুনামগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইয়াসিন খান অংশগ্রহণ করেন। তিনি অবলীলায় এই কথাগুলি বলেন, আমাদের জামায়াতের মধ্যে গঠনতন্ত্র অনুসারে চলি এবং চলবো।
তিনি আরো বলেন, কেন্দ্রীয় কমিটি আমাকে নিযুক্ত করেছেন এতে আমার কিছুই করার নেই, আবার আমাকে যদি বলেন আমাদের দলের স্বার্থে নীতি নির্ধারকরা বসতে আমার এতে কোনো প্রকার আক্ষেপ নেই। তবে দেশ জাতির কল্যাণে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি যতটুকু সাধ্যমত পারি চেষ্টা করে যাবো। এ সময় একই লাইভে ছিলেন সুনামগঞ্জ ১ আসনের জন নন্দিত ব্যক্তিত্ব বিএনপি'র প্রত্যাশিত প্রার্থী আনিসুল হক। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের গোটা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল। তাই সব ব্যথা বেদনা ভুলে গিয়ে ঐক্যমতের ভিত্তিতে দেশটারে গড়ে তুলার প্রত্যয় রাখি। এসময় দর্শক হিসেবে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। সহযোগী পরিচালক ছিলেন জাগ্রতকণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ এর, সাবেক বিতর্কিক ইমন সারাক্ষণ সাথে থেকে কোন প্রকার বিতর্ক ব্যতিত সফলভাবে সম্পন্ন করেন। পরিশেষে অতিথিরা আগ্রহ পোষণ করেন, আমাদেরকে আবারো যেন ডাকা হয় এবং অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তাদেরও যেন অনুভূতি প্রকাশ করার সুযোগ দেওয়া হয়?
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss