সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃমোঃ আবু বকর সিদ্দিক (অপু)
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নুরুল হক(৫২) নামের এক গ্রাম পুলিশ সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে মাদকসেবীরা। ওই গ্রাম পুলিশ সদস্যকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নুরুল হকের ছেলে নাজমুল হোসেন বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় উপজেলার আমতৈল বাজারের কাছে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২ নং বহেড়াতৈল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: দুলাল হোসেনের কাছে খবর আসে কয়েকজন মাদকসেবী আমতৈল এলাকায় মাদক সেবন করছে । ইউপি সদস্য দুলাল দূরে থাকায় স্থানীয় গ্রাম পুলিশ সদস্য নুরুল ইসলামকে ওই মাদক সেবনের আস্তানায় গিয়ে মাদক সেবনে বাধা দিতে বলেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা আমতৈল বাজারের কাছে একা পেয়ে ওই গ্রাম পুলিশ সদস্যকে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে। হাতুরির আঘাতে ওই গ্রাম পুলিশ সদস্যের কাঁধের হাড় ও বাম হাত ভেঙে গেছে।
গুরুতর আহত নুরুল ইসলামকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, থানায় মামলা হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss