মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন রয়নাপাড়া গ্রামে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুবিটর।
বুধবার বিকেলে ২রা এপ্রিল হাজী খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউপি সদস্য বাবলু প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম জুবিটর।
বক্তব্যে তিনি বলেন, এখানে কেউ কারো প্রতিপক্ষ নয়, ঈদ পূর্ণমিলনী আনন্দ উৎসব হিসেবে আমরা সবাই আনন্দ উপভোগ করবো, খেলায় হারজিত আছে থাকবে এটাই স্বাভাবিক, খেলাধুলা করলে শরির সাস্থ ভাল থাকে, তাই যুবসমাজকে মাদক থেকে দুরে থেকে খেলাধুলায় মনোনিবেশ করার আহবান জানান তিনি।
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার আহবায়ক মোঃ রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের প্রচার সম্পাদক রিফাত হাসান, বেলকুচি উপজেলা শ্রমিক দলের নেতা মনিরুজ্জামান পলাশ, বেলকুচি খান প্রিন্টের স্বত্বাধিকারী মোঃ মানিক খান, অত্র গ্রামের বিশিষ্ট মুরুব্বি আলেক চান প্রামানিক, রতন মাস্টার, মোতালেব হোসেন, আমির চান, শহিদুল ইসলাম, বাবু প্রামাণিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় আয়শা স্পোর্টিং ক্লাব বনাম জাহানারা স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে, উক্ত খেলায় আয়শা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জাহানারা স্পোর্টিং ক্লাব বিজয় অর্জন করে।