মো,সহিদ মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের সদর উপজেলার মোহনপুর ইউনিয়নে’র অন্তর্ভুক্ত বাণীপুর ইদগাহ মাঠ প্রাঙ্গণে ১ এপ্রিল ২০২৫ইংরেজি মঙ্গলবার বেলা ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়ে গেলো ১৩ জন রেমিটেন্সযোদ্ধা ও ১ জন ডাক্তার কে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান, আয়োজনে ছিলো গত ১৬ মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত নুরানী কিন্ডারগার্টেন ও মহিলা মাদ্রাসার কর্তৃপক্ষ।মাওলানা তৈয়বুর রহমানের সঞ্চালনায়, মুফতি জাকওয়ান এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়, এতে সভাপতিত্ব করেন মাওলানা আনোয়ারুল ইসলাম , মুহতামিম ঢালাগাও মাদ্রাসা।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন: জনাব,শাহজাহান,চেয়ারম্যান : জাহরাত আলদানা ওয়ার্কস এল এল সি লিমিটেড,দুবাই।
বিশেষ অতিথি: জনাব,এমদাদুল হক তালুকদার, দুবাই। মাওলানা হাফিজ,শরীফ আহমদ,সৌদি আরব। বিশেষ আলোচক:মাষ্টার জাকির হোসাইন,আই সি টি শিক্ষক নোয়াগাঁও অষ্টগ্রাম ফাজিল মাদ্রাসা, ডাঃ ইজাজ আহমেদ নিজু,ফরিদপুর মেডিক্যাল কলেজ।কবি মো. সহিদ মিয়া,সভাপতি:জাগ্রতকণ্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদ অনলাইন এক্টিভিটিস ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: মাষ্টার মহিবুর রহমান, মাওলানা বদরুল আমিন,মাওলানা মোহাম্মদ আলী, হাফিজ খলিলুর রহমান,মাওলানা হাফিজুর রহমান, মাওলানা হুসাইন আহমদ,মাওলানা মাহমুদুল হাসান,লিয়াকত আলী প্রমুখ,সংবর্ধিত ব্যক্তিগণ হলেন, জনাব,শাহজাহান দুবাই প্রবাসী। জনাব,এমদাদুল হক তালুকদার দুবাই প্রবাসী। মারুফ আহমদ মালেশিয়া প্রবাসী,হোমায়ুন রশীদ গ্রীস প্রবাসী,জাকিরিন দুবাই প্রবাসী, তারেক দুবাই প্রবাসী, কয়েছ আলম, ইতালি প্রবাসী, জুবায়ের আলম,কাতার প্রবাসী,মাওলানা,হাফিজ শরিফ আহমদ সৌদি আরব প্রবাসী, বশীর আহমেদ সৌদি আরব প্রবাসী, কবির আহমদ দুবার প্রবাসী, রবিন আহমদ বাহরাইন প্রবাসী, জাকুওয়ান জাকি দুবার প্রবাসী, এবং ডাক্তার নিজু,ফরিদপুর মেডিক্যাল কলেজ।
এসময় প্রধান অতিথি বলেন, আমাদের এই রেমিটেন্স যোদ্ধা দের অর্থের দাঁড়াতে এই মাদ্রাসা গুলি চলে তাই আমরা আশা করি এই নতুন যে মাদ্রাসা নির্মাণ করতে যাচ্ছি এই মাদ্রাসায় সবার সহযোগিতা প্রয়োজন পাশা-পাশি আমাদের এই গ্রামের মানুষের সার্বিক উন্নয়নে সজাগ দৃষ্টি রাখতে হবে।বক্তারা তাদের আলোচনায় বলেন,বানীপুর গ্রামের উন্নয়নে শুধুমাত্র সরকারের দিকে না থাকিয়ে,সবার সহযোগিতার মাধ্যমে সর্বক্ষেত্রে উন্নয়নে চেষ্টা করতে হবে, মৌলিক বিষয় আলোচনা করেন আলোচনায় গ্রামে অপসংস্কৃতি রুখে দিতে আমরা সবাই এক আছি এবং থাকবো তবে প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করা আমাদের দায়িত্ব কারণ দেশের বা গ্রামের অর্থনৈতির চালিকা শক্তি আসুক আমরা কাজের বিনিময়ে খাদ্য কর্ম সুচি গ্রহণ করি, শিক্ষা,স্বাস্থ্য,রাস্তাঘাট ইত্যাদি বিষয়ে উন্নয়নের জন্য একটি ট্রাষ্ট ঘটনের সিদ্ধান্ত হয়।