বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাট জজ আদালতে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও উৎসব অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান ‎বেলকুচি বানিয়াগাঁতী এস এন স্কুল এন্ড কলেজে পালিত হল পহেলা বৈশাখ বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান স্টল সাজসজ্জায় মধুপুরে চানাচুর উৎপাদন প্রতিষ্ঠানের মালিক কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড  র‌্যাবের হাতে চাকুরী দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূলহোতাকে গ্রেফতার তিতাসে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হট্টগোল কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে তিনজন গ্রেফতার, গাঁজা উদ্ধার  বেরোবিতে কর্মকর্তাদের ‘অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কে বহিষ্কারের দাবী

  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩৮ Time View

খুলনা ব্যুরো:

খুলনার কয়রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক গোলাম রব্বানীকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় উপজেলার মধুর মোড়ে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা আহবায়কের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় তাঁকে অবাঞ্চিত ঘোষনা করেন।মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্দোলনে অংশ না নিলেও গোলাম রব্বানীকে উপজেলা কমিটির আহবায় করা হয়েছে। এটা আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের সঙ্গে বৈষম্য করা হয়েছে জানিয়ে তাঁকে অবিলম্বে সংগঠন থেকে বহিষ্কারের দাবী জানানো হয়।

আহবায়ক গোলাম রব্বানী জাতীয় নাগরিক কমিটির ব্যানারে ইফতার মাহফিল আয়োজনের নামে ব্যক্তিগত ভাবে চাঁদাবাজি করেছেন।

তাঁর অনুসারি আব্দুর রউফ একটি মাদ্রাসায় চাকুরি করেও ছাত্র সমন্বয়ক দাবী করেন। তাঁর বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে তাঁরা দু’জন বিভিন্ন সরকারি অফিসে তদবির করেন বলেও অভিযোগ রয়েছে। সম্প্রতি এনসিপির ব্যানারে অনুষ্ঠিত ইফতার মাহফিলের দাওয়াতপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়কের সঙ্গে আব্দুর রউফের মোবাইল নাম্বার থাকায় বিষয়টি নিয়ে এলাকার মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে দেশের প্রথম শ্রেণির কয়েকটি দৈনিক পত্রিকাসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ কারণে আহবায়কের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী করা হয় মানববন্ধনে।

মানববন্ধনে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবব্রত দেবু, খুলনা সরকারি সিটি কলেজের শিক্ষার্থী আবিদ মাহমুদ আপন, বিএল কলেজের শিক্ষার্থী খলিলুর রহমান, জুলাই আন্দোলনে আহত মনিরুল ইসলাম, শিক্ষার্থী একরামুল হোসেনসহ শতাধিক শিক্ষার্থি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102