মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বেলকুচি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে গণ অধিকার পরিষদের কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক মমিন ফয়সাল , সদস্য সচিব ইউসুফ আলী, সিরাজগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদ এর সম্মানিত সভাপতি মোঃ সোহরাওয়ার্দী হোসেন। ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলার সভাপতি সরকার আবির , শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান সিরাজী, শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলার সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক,সহ জেলার নেতৃবৃন্দ এবং বেলকুচি উপজেলার শ্রমিক অধিকার পরিষদ এর সম্মানিত সভাপতি মোঃ শফি উদ্দিন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামিক ছাত্র শিবির,জাতীয়তাবাদী ছাত্র দল, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সিরাজগঞ্জ জেলার সম্মানিত সভাপতি মোঃ সোহরাওয়ার্দী হোসেন সাংবাদিকদের বলেন,বাংলাদেশ আসলে কোন পথে যাবে বা কোনটি তার পথ? এই জিজ্ঞাসা স্বাভাবিক। তার চেয়েও জরুরি আমাদের অন্ধকারত্ব আর পরাধীনতার চিহ্নগুলো মুছে দেওয়া। আগামী দিনের বাংলাদেশ মূলত তারুণ্যের ওপর নির্ভরশীল। বিজ্ঞান, মানবিকতা আর বিশ্বাস—এই তিন বিষয় হাত ধরাধরি করে না চললে আমরা এগোতে পারব না। অভ্যন্তরীণ ঝগড়া-ফ্যাসাদ আর অনৈক্য দূরীভূত করা এখন জরুরি।
স্বাধীনতার ৫৩ বছর অতিবাহিত হলেও দেশে এখন পর্যন্ত দুর্নীতি ও অনিয়মের চর্চা রোধ করা যায়নি। এ ব্যাপারেও নিতে হবে কার্যকর পদক্ষেপ। এছাড়া দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও উন্নয়নশীল দেশে পরিণত করার স্বপ্নও বাস্তবে রূপ দিতে হবে। এ জন্য চাই মজবুত প্রশাসনিক কাঠামো, বাকস্বাধীনতা, জবাবদিহিতা, আইনের যথাযথ প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ। তাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় চ্যালেঞ্জ দুর্নীতি দমন। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে গণমাধ্যমের স্বাধীনতা। এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হতে হবে অন্যতম লক্ষ্য।
আগামীর বাংলাদেশ এই সাহসী তরুণদের কাছেই নিরাপদ থাকবে বলে বিশ্বাস মানুষের।সবার প্রত্যাশা, এই দেশপ্রেমিক তারুণ্যের হাতেই সুরক্ষিত হবে আগামীর স্বাধীন বাংলাদেশ।
পরিশেষে সিরাজগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদ এর পক্ষ থেকে অগ্রিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss