
হোসাইন মৃদুল,
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদি নবজাগরণ দল (BJND) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরীবদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। শনিবার (২৯ শে মার্চ) কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি পিয়ার মাহমুদ হাসানের নির্দেশনায় ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদি নবজাগরণ দলের সংগ্ৰামী সভাপতি জহিরুল ইসলাম টিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ এই ঈদ উপহার তুলে দেন।
জহিরুল ইসলাম টিটু এসময় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পরিধানের কাপড় বিতরণ করি। ঈদের খুশি সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশায়।
এসময় সুবিধাবঞ্চিতরা ঈদ উপহার পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।