
মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ বেলকুচি উপজেলা শাখার সম্মানে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ২৬শে মার্চ চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ বেলকুচি শাখার সভাপতি ইখতেখার মো: আহসান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান সরকার, বেলকুচি থানা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফি, থানা বিএনপির সদস্য রেজাউল করিম, থানা বিএনপির সদস্য সেলিম খান লিটন, থানা বিএনপির সদস্য ইমতিয়াজ উদ্দিন, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সদস্য মাহমুদুল হাসান, যুবদলের আহবায়ক শামীম সরকার, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষক শিক্ষিকা বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, পরে প্রধান অতিথি আমিরুল ইসলাম খাঁন আলিম তিনি তার বক্তব্যে বলেন আগামী নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসলে আর আমাকে যদি এই আসনে আপনারা এমপি বানান তাহলে আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।