রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ রাকিব হোসেন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে ফন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি রাকিব হোসেন (২৮) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নরন্দী বড় বাড়ি এলাকার শহীদুল্লাহ'র ছেলে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১০৩ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট রাকিব হোসেনকে আটক করা হয়।
ওসি আরও জানান, ফেন্সিডিলসহ আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তবে বিভিন্ন থানায় ওই মাদক কারবারির একাধিক মামলা রয়েছে।#
জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss