আরিফ হোসেন রুদ্র রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এক জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়। নবগঠিত উপজেলা ও পৌর যুবদল কমিটিতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে ত্যাগী ও নির্যাতিত নেতাদের উপেক্ষা করার অভিযোগে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন সম্রাটের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর বারে সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র এবিএম জিলানী , উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এমরান হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জাহের মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয়,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান সুজন পাটোয়ারী, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ মোঃ জাকির, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নবি উল্লাহ রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ফাহিম, সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন,৫নং চরপাতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহির হোসেন, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক ফিরোজ, সদস্য সচিব জহির হাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির এনাম চৌধুরী, তাঁতী দলের আহ্বায়ক বোরহান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন মিয়াজীসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অভিযোগ করেন যে, গত ১৭ বছর যারা রাজনীতির সাথে সক্রিয় ছিল না , কোন মিছিল মিটিং ছিলো না। তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। আমরা উপজেলা বিএনপি ও তার সহজে সংগঠন এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমাদের নেতা আবুল খায়ের ভূঁইয়া গত ১৭ বছর আমাদের সাথে ছিল , তখন আমরা অন্য কোন নেতাকে আমাদের পাশে পাই নাই। আমরা চাই আবুল খায়ের ভূঁইয়া যেভাবে কমিটি দিবে , ওই কমিটি নিয়ে আমরা সবাই একত্রে কাজ করব। নবগঠিত কমিটিতে দলীয় স্বার্থ উপেক্ষা করে পক্ষপাতমূলকভাবে কিছু ব্যক্তিকে স্থান দেওয়া হয়েছে, ফলে দলের দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতারা বঞ্চিত হয়েছেন।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির পুনর্বিবেচনার দাবি জানান এবং প্রকৃত ত্যাগী নেতাদের যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss