তুহিন আলম
যশোর জেলা প্রতিনিধি:-
স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার কাশিপুরে অবস্থিত এই বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার দেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানা।
এর আগে সকাল ৮টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ ছাড়া সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
এ সময় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রমুখ।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে এদিন শ্রদ্ধা জানান, তার সন্তান এস এম গোলাম মোস্তফা কামাল ও মেয়ে হাসিনা খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি। তিনি ১৯৫৯ সালের ১৪ মার্চ শেখ পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন। প্রাথমিক প্রশিক্ষণ শেষ করার পর ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তিনি আহত হন। ১৯৭১ সালের মার্চ মাসে, শেখ তার গ্রামে ছুটি কাটাচ্ছিলেন। মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ৮ নম্বর সেক্টরে যোগ দেন এবং যশোরের বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ অব্যাহত রাখেন।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটিতে সহকর্মী সৈন্যদের উদ্ধারের জন্য কভারিং ফায়ারিং প্রদানের সময় তিনি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে শহিদ হন। তিনি বীরত্বের জন্য বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার বীরশ্রেষ্ঠে ভূষিত হন।
প্রেরক:
তুহিন আলম
যশোর জেলা প্রতিনিধি:
মোবাইল:-০১৭৭৯৮৩৭৩৭৭
তা:-২৬/০৩/২০২৫
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss